আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ আর পরিবেশের গুরুত্বপূণ উপাদান হলো মাটি, পানি ও বাতাস। যা অতিমৌলিক প্রাকৃতিক সম্পদ। বদরগঞ্জে কোন খনিজ সম্পদ না থাকলেও এখানকর মাটি মূলত বিশেষ গুণাবলি সমৃন্ধ।
মাটিঃ বদরগঞ্জের মাটি ফসল উৎপাদনের জন্য অতিব উবর এবং জৈবিক গুণাবলী সম্পন্ন প্রাকৃতিক সম্পদ। বদরগঞ্জ বরেন্দ্র প্রান্তিক ভূমির আন্তগত। মাটিতে লৌহ মিশ্রিত ম্যাংগানিজ এবং চুনের সংমিশ্রণ দেখা যায়। লৌহ উপাদানের কারণে এ অঞ্চলের মাটির রং বাদামী থেকে লালছে হয়ে থকে। মাটির বুনট এঁটেল বা এঁটেল দোয়াশ এবং মাটি। বদরগঞ্জের মাটির বিশেষগেুণের কারণে হাড়িভাঙ্গা ও মোজাফ্ফরপুরী ও মাদ্রাজী লিচু প্রচুর উৎপাদন হয়।
পানিঃ গৃষ্মকালে পানির স্তর অনেক নীচে নেমেগেলেও পানিতে আর্সেনিকের মতো বিষাক্ত মৌল নাই। বছরের প্রায় ৬-৮ মাস কৃষি উৎপাদের জন্য কৃষকরা সেচের জন্য চারটি নদী যমুনেশ্বরী, চিকলি, করতোয়া ও ঘাঘট নদীর পানি প্রবাহের উপর নির্র্ভরশীল।
ছবি