মানব সভ্যতার ঊষালগ্ন থেকেই পৃতিবীতে খেলাধুলারও প্রচলন ঘটেছে। আধুনিক বিশ্বের এই বিকশিত সভ্যতাতে ক্রীড়াঙ্গনের অবদন বিশাল এবং ব্যাপক। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসও অতি প্রাচীন। ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে বদরগঞ্জ উপজেলারও রয়েছে নিজেস্ব ঐতিহ্য। এ উপজেলার দেশীয় ও আঞ্চলিক খেলাসমূহের মধ্যে হ-ডুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুই, এক্কাদোক্কা, বৌছি, ডান্ডাগুলি (স্থানীয় ভাষায় চেংকু-পেনটি), লাঠিখেলা, তরবারী খেলা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, এথলেটিকস ইত্যাদি সমসাময়িক খেলাধুলা এ উপজেলায় বিভিন্ন সময় আয়োজন করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস