উপজেলা পরিষদ: ১৭৯৩ খ্রিস্টাব্দে ১২ নং রেগুলেশন অনুযায়ী কুমারগঞ্জ তৎকালীন রংপুর জেলার ২১ টি থানার একটি। ১৮২৯ খ্রি: উইলিয়াম বেন্টিঙ্কের আমলে কোম্পানি সরকার জেলাসমূহ মহকুমা এ বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৪ খ্রি: পযর্ন্ত বদরগঞ্জ থানা রংপুর সদর মহকুমার আওতায় ছিল। ১৯৮৪ খ্রি: ১ ফেব্রুয়ারী প্রশাসনিক পরিবতনের ফলে রংপুর জেলার আওতায় বদরগঞ্জ উপজেলা হিসাবে প্রশাসনিক স্বকৃতি লাভ করে এবং প্রায় ৫০ একর জমির উপর উপজেলা কম্পেলক্র নির্মন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস