Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঝাড়ুয়ার বিল
স্থান
রামনাথপুর ইউনিয়ন
কিভাবে যাওয়া যায়
রংপুর জেলা শহর থেকে পাবর্তীপুর সড়ক ধরে আনুমানিক ৩০ কি:মি: দূরে যেকোন যানে যাওয়া যায়।
বিস্তারিত

১৭ এপ্রিল, ১৯৭১ সালে তৎকালীন বদরগঞ্জ থানার ৮নং রামনাথপুর ইউনিয়নের বিস্তীণ সবুজ ভূমি হাজারো বাঙালির রক্তে লাল হয়েছিল। হানাদার বাহিনী সেইদিন পাবর্তীপুর ক্যান্টনমেন্ট থেকে রামাথপুরের নিরীহ মানুয়ের উপর যে হত্যা যজ্ঞ চালিয়েছিল সেই কুখ্যাত স্মৃতির নিদশন বহন করছে এই ঝাড়ুয়ার বিল। ঘাতকদের দোসরের সাহায্যে বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে নিয়ে এসে এই স্থানে গুলি করে হত্যা করে এই বিলে ফেলে দেয়া হতো। যা আজ ঝাড়ুয়ার বিল বধ্যভূমি হিসাবে চিহ্নিত।