আদিকাল থেকেই বদরগঞ্জ ব্যবসা বাণিজ্যের জন্য একটি উত্তম স্থান হিসাবে পরিচিত ছিল। মূলত ভূ-অস্থানগত এবং উন্নত যোগাযোগ ব্যস্থার করণে ব্যবসা-বাণিজ্যে ব্যবসায়িদের আকৃষ্ট করত। এর পশ্চিমে ৮০ কি:মি: এর মধ্যে ভারতের সীমানা থাকায় দেশ বিভাজনের পূর্বে এখান থেকে প্রচুর পন্য যেমন পাট, ধান, পিয়াজ, রসুন ইত্যাদি ভারতে রপ্তানি হতো। অতীতে এই এলাকায় বিশেষকরে পাটের উৎপাদন প্রচুর পরিমানে হওয়ায় দেশের বাহির থেকেও অনেক ব্যবসায়ি এখানে এসে পাটের গুদাম গড়ে তোলে এবং এখান থেকে পাট দেশের বিভিন্ন স্থানে পরিবহন করত। বর্তমানে পাটের উৎপাদনে ভাটা পরলেও ধানের উৎপাদন অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অন্যান্য কৃষি পণ্য যেমন পেয়াজ, রসুন, শাক, আলু, আখ, ভূট্টা ইত্যাদি প্রচুর পরিমানে উৎপাদন হয়। এছাড়া ফলমূলের মধ্যে হাড়িভাঙ্গা আম এবং দিলালপুর লিচু অত্র এলাকায় প্রচুর পরিমানে উৎপাদন হওয়ায় মৌসুমে এখান থেকে দেশের অন্যান্য স্থনে প্রচুর পরিমানে আম ও লিচু রপ্তানী হয়ে থাকে। তাই ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই দুই কৃষি পণ্য নতুন এক ক্ষেত্র তৈরী করেছে। বদরগঞ্জে কৃষি পণ্যের মধ্যে ধানের উৎপাদন বেশী হওয়ায় এখানে ধান ও চালের আরত ব্যবসা যেমন তৈরী হয়েছে তেমনি ধান থেকে চাল তৈরী করার চাতাল ব্যসাও তেমনি বেশ প্রসার লাভ করেছে।
ভারী শিল্পের মধ্যে দুইটি শিল্প শ্যামপুর সুগার মিলস লি: এবং ব্যক্তি মালিকানায় অ্যাপেল সিরামিকস বদরগঞ্জের ব্যবসা বণিজ্যে এক মাত্র যোগ করেছে। শ্যামপুর সুগার মিলস লি: ১৯৬৪ সালে গোপালপুর ইউনিয়নের শ্যামপুর রেলস্টেশনের পাশে ১১১.৩৭ একর জমির উপর স্থাপিত হয়। এই শিল্পকে কেন্দ্র করে আশেপাশে অনেক সহায়ক ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে। জনাব মো: আনিসুল ইসলাম মন্ডল ২০০৭ সালে বদরগঞ্জ পৌর এলাকার শাহপুরে প্রায় ২৫ একর জমির উপর অ্যাপেল সিরামিকস ইন্ডাট্রিজ স্থাপন করেন। টাইলস, বেসিন, প্যান, ট্যাব ইত্যাদি এখানে উৎপাদন হয় এবং দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS