১। উপজেলা প্রশাসনের কাজ কি?
উপজেলা প্রশাসনের অন্যতম প্রধানকাজঃ
১। উন্নয়নমূলক কর্মকান্ডে সকল সরকারী দপ্তরকে উপজেলা পরিষেদের মাধ্যমে সমন্বয়ে সহযোগীতা প্রদান করা।
২। উপজেলার আইন-শৃঙ্খলা সবসময় সমু্ন্নত রাখতে সচেষ্ট হওয়া।
৩। উপজেলা পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করা।
৪। জাতীয় দিবস সমূহের আয়োজন করা।
৫। ভূমি ব্যবস্থাপনা বিষয়ে তদারকি করা।
৬। মোবাইল কোর্ট পরিচালনা করা।
৭। ইউনিয়ন পরিষদ সমূহের কার্যক্রম তদারকী করা এবং পরামর্শ প্রদান।
৮। সক্ষমতা অর্জনের জন্য প্রশিক্ষণের আয়োজন করা।
৯। সরকার কতৃক নির্দেশিত অন্যসকল সরকারী কাজ।
২। উপজেলা নির্বাহী আফিসারের কার্যলয়ে জন্ম নিবন্ধন করা যায় কি?
না। জন্ম নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় যেতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুণ।
৩। নামজারী/খারিজ করতে কি করতে হয়?
নামজারীর জন্য নির্ধারিত আবেদন পত্রে ৫ টাকার ননজুডিশিয়াল কোর্র্ট স্ট্যাম সহ আবেদনপত্রের সাথে দলিলের ফটোকপি, মূল রেকর্ডের সেত্যায়িত কপি, ওয়ারিশান সনদ (প্রযোয্য ক্ষেত্রে) সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে/উপজেলা ভূমি অফিসে জমা প্রদান করে রশিদ বুঝে নিতে হয়। পরে যে তারিখে হাজির হতে বলবেন সেই তারিখে শুনানিতে হাজির হতে হয়। কাগজ পত্র সঠিক থাকলে পরবর্তী তারিখে বা ঐ তারিখেই ডিসিআর বাবদ ২৪৫/= টাকা জমা প্রদান করে । এ বিষয়ে বিস্থারিত জানতে উপজেলা ভূমি অফিসে খোজ করুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS