উপজেলা বদরগঞ্জের রাস্তা ঘাট অতীতে কাঁচা থাকার কারণে পশ্চাৎপদ উপজেলা হিসেবে পরিগণিত ছিল। পরবতীতে যোগাযোগ ব্যবস্থায় ব্যপক উন্নয় সাধিত হয়। জেলার সাথে যোগাযোগের একমাত্র সরু রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তাতর করার পর এটি সম্প্রাসান করা হয়। যা রংপুর এবং দিনাজপুর জেলাকে সংযুক্ত করেছে। দামুদারপুর, কালুপাড়া, লোহানীপাড়া, রাধানগর, মধুপুর ইউনিয়নের মাটিতে তুলনামূলকভাবে বালির পরিমান বেশী থাকায় গ্রমীন রাস্তাসমূহ তুলনামূলক কম স্থায়ী হয়ে থাকে। তবে ইউনিয়নের সাথে উপজেলার যোগাযোগ ভালো। সকল ইউনিয়নই উপজেলার সাথে পাকা রাস্তার মাধ্যমে সংযুক্ত। সকল ধরনের যান এই সকল রাস্তায় চলাচল করে থাকে। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় উপজেলা থেকে দেশের যেকোন স্থানে সহজে ভ্রমন করা যায়। সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থা থাকায় মানুষের যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সুবিধা যোগ হয়েছে।
১। স্টেশন মাস্টার, বদরগঞ্জ
০১৭৩৭২২০৭১
২। ঢাকা গামী কোচ সাভিস
ক) হক এন্টার প্রাইজ
খ) আগমনী, রংপুর
০৫২১৬৫১৩৩, ০১৭১২০৯২১২৩
গ) এসআর, রংপুর
০৫২১৬১৮৯১,০১১৯৩০০৩৯১০
ঙ) টিআর, রংপুর
০৫২১৬৭৭৮১, ০১১৯৫১১৬২১৮
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS