Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বদরগঞ্জ উপজেলা

রংপুর জেলার আটটি উপজেলার মধ্যে  বদরগঞ্জ একটি উপজেলা । রংপুর শহর থেকে ২৩ কি:মি: পশ্চিমে বদরগঞ্জ উপজেলার অবস্থান। এর উত্তরে তারাগঞ্জ উপজেলা, পূর্বে সদর উপজেলা, দক্ষিণে মিঠাপুকুর ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা এবং পশ্চিমে  ইতিহাস আলোড়িত করতোয়া নদী ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অবস্থান। মাতামত্মরে জানযায় বদরগঞ্জ উপজেলা বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক হযরত বদও শাহ্ এর নাম অনুসারে হয়েছে।  বদরগঞ্জ উপজেলা ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌর সভার সমন্বয়ে গঠিত। উপজেলার সর্বমোট আয়তন ৩০১.২৯ ব:কি। সর্বশেষ আদমশুমারী ২০১১ অনুযায়ী মোট জনসংখ্যা ২৮৭৭৪৬ জন ( ১৪৪২৫৪ জন পুরুষ ও ১৪৩৪৯২ জন মহিলা)। এ উপজেলা উত্তর দক্ষিণে বিস্তৃত তিন চতুথাংশ বারেন্দ্রীক এবং বাকী অংশ পলি ও বালু মাটি দ্বারা সবুজ সমতল ভূমিতে গঠিত। তাছাড়াও কোন কোন এলাকা বাদামী মাটিতে গঠিত বলে অনুমিত হয় যা স্থানীয়ভাবে কুমার মাটি বলে অভিহিত। এখানকার মধুপুর, গোপালপুর কুতুবপুরের উত্তরাংশ, রামনাথপুর গোপীনাথপুর, রাধানগর ছাড়াও লোহানীপাড়া ও কালু পাড়ার কিছু এলাকা লালমাটিতে সমৃদ্ধ।  অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি। বদরগঞ্জ উপজেলার মধ্যদিয়ে চারটি নদী যমুনাশ্বরী, চিকলী, করোতোয়া ও ঘৃলাই নদী প্রবাহমান। বদরগঞ্জ উপজেলা মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মানুসারী মানুষের সৌহাদ্যপূর্ণ বাসস্থান। এখনে বাঙালী জাতির সাথে নৃতাত্তিক জাতিগোষ্ঠ যেমন সাঁওতাল, উড়াও, মুসহার, তুরি , রাজবংশী ইত্যাদি বসবাস করেন। এ উপজেলায় শিক্ষার হার ৫৫%। ঐতিহাসিক ভাবে বদরগঞ্জ একটি প্রাচীনতম জনপদ। বদর পীরের মাজার, ভীমেরগড়, লালদিঘী ৯ গুম্বুজ মসজিদ, নান্দিনার দিঘি, গোপালপুর জমিদার বাড়ী ইত্যাদি প্রচীন স্থান সমূহ এই উপজেলার অন্তগত। 

 

এক নজরে বদরগঞ্জঃ

অবস্থান ও আয়তন সংক্রান্তঃ

বদরগঞ্জ উপজেলা রংপুর জেলা সদর থেকে ২৩ কি.মি. পশ্চিমে অবস্থিত ।এর উত্তরে তারাগঞ্জ উপজেলা,দক্ষিণে মিঠাপুকুর ও নবাবগঞ্জ উপজেলা, পূর্বে রংপুর সদর উপজেলা এবং পশ্চিমে পার্বতীপুর উপজেলা  ও    সৈয়দপুর উপজেলা অবস্থিত।এ উপজেলার আয়তন ৩০১.২৯ বগকিলোমিটার।

Ø  গ্রামের সংখ্যাঃ৬৪ টি ।

Ø  মৌজার সংখ্যাঃ৬৪ টি ।

Ø  ইউনিয়নের সংখ্যাঃ১০ টি ।

Ø  পৌরসভার সংখ্যাঃ১ টি ।

Ø  নদনদীর সংখ্যাঃ৪ টি (যমুনেশ্বরী,ঘৃলাই,চিকলি ও করতোয়া)

 

 

নামকরণঃআধ্যাত্বিক সূফিসাধক ও দরবেশ হজরত শাহ বদর (রাঃ) এর নামানুসারে বদরগঞ্জ নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি আছে।বদরগঞ্জ পৌর বাজারে তাঁর পবিত্র মাজার শরীফ আছে।

 

জনসংখ্যা সংক্রান্তঃ

২০১১ সালের শুমারী অনুযায়ী এ উপজেলার সর্বমোট জনসংখ্যা ২,৮৭,৭৪৬ জন, জনসংখ্যার ঘনত্ব ৯৫৫ জন (প্রতি কি.মি)

Ø  লিঙ্গ ভিত্তিক জনসংখ্যাঃপুরুষ-১৪৪২৫৪ জন, মহিলা-১৪৩৪৯২ জন ।

Ø  ধম ভিত্তিক জনসংখ্যাঃইসলাম-২৫২০৫০ জন, হিন্দু-৩২৭৯১ জন, খ্রীষ্টানঃ ১৬৯২ জন, বৌদ্ধ-৩৯ জন, অন্যান্যঃ ১১৭৪ জন ।

Ø  ভোটার সংখ্যাঃপুরুষ-৯৪৯৮৯ জন, মহিলা-৯৬০০৬ জন ।

Ø  নৃতাত্বিক জনগোষ্টিঃসাওতাল-৩৮২২ জন, উরাও-৩৯২০ জন, মুসহার-৪৯৭ জন, তুরি-৬৩ জন ও কমকার-১৩৩ জন

Ø   

Ø   

Ø  প্রধান পেশাঃকৃষি,মৎস ও ব্যবসা ।

 

 

ভুমি সংক্রান্তঃ

আবাদি জমির পরিমান-৫৫২১৩ একর, অনাবাদি জমির পরিমান-১৭৯৯৩ একর, জলাশয়-২২৫ একর

Ø  ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যাঃ ৯ টি

Ø  বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমানঃ  ১৬১.৯৯ একর

Ø  অকৃষি খাস জমির পরিমানঃ  ৪৬.৬৮ একর

Ø  অর্পিত সম্পত্তির পরিমানঃ ৫৯০.২৩ একর

Ø  পরিত্যক্ত সম্পত্তির পরিমানঃ ২৭.১২ একর

Ø  অর্পিত পুকুরের সংখ্যাঃ ১২ টি

Ø  আশ্রয়নের সংখ্যাঃ ১ টি

Ø  গুচ্ছ গ্রামের সংখ্যাঃ ৩ টি (১ টি নির্মানাধীন)

Ø  ২০১২-১৩ অর্থবছরে খাস জমি বন্দোবস্ত গ্রহণকারি পরিবারের সংখ্যাঃ ৫২ টি ।

Ø  হাট বাজারের সংখ্যাঃ ২৪ টি

Ø  জলমহালের সংখ্যাঃ ৩০ টি ( ২০ একরের নীচে-২৪ টি, ২০ একরের উর্দ্ধে ৬ টি ।)

Ø  মোট বনাঞ্চল জমির পরিমানঃ ১০১১.৮৩ একর ।

 

 

শিক্ষা  সংক্রান্তঃ

Ø  প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১৫৯ টি ।

Ø  কিন্ডারগার্টেনের সংখ্যাঃ৪ টি ।

Ø  মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৪৩ টি ।

Ø  নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১০ টি ।

Ø  স্কুল এন্ড কলেজের সংখ্যাঃ ৩ টি ।

Ø  মহাবিদ্যালয়ের সংখ্যাঃ ৫ টি ।

Ø  ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের সংখ্যাঃ ২ টি ।

Ø  এবতেদায়ি মাদ্রাসাঃ ২৪ টি ।

Ø  দাখিল মাদ্রাসাঃ ২৪ টি ।

Ø  আলিম মাদ্রাসাঃ ৪ টি ।

Ø  ফাজিল মাদ্রাসাঃ ১ টি।

Ø  শিক্ষার হার  : ৪৩%

 

যোগাযোগ ব্যবস্থা সংক্রান্তঃ

রেল লাইনের দৈঘ্যঃ ১৮ কি.মি ।

পাকা সড়কঃ ১০৬ কি.মি. ।

কাচা সড়কঃ ৪৩৭ কি.মি. ।

ব্রীজঃ ৬৪ টি ।

কালাভাটঃ ১৫২ টি ।

 

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  সংক্রান্তঃ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ ৩১ শয্যাবিশিষ্ট ।

ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রঃ ৪ টি ।

ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকঃ ৩০ টি ।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ১০ টি ।

জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৪৮%

 

প্রধান প্রধান শস্য উৎপাদন  সংক্রান্তঃ

Ø  ধান-১৩৯৪৪২ মে.টন

Ø  গম-৩৯৩০ মে.টন

Ø  আলু-৬৯৩০০ মে.টন

Ø  ভূট্টা -১১১০০ মে.টন

Ø  শাক সবজী- ২৯০০০ মে.টন

Ø  আখ-৬৬০০০ মে.টন

Ø  পাট-২৩৮৬৫ মে.টন

 খাদ্য গুদামের সংখ্যাঃ ৪ টি ( ৫০০ মে.টনের-৩ টি, ১০০০ মে.টনের-১ টি )

 

 

ধর্মীয় প্রতিষ্টান সংক্রান্তঃ

মসজিদের সংখ্যাঃ    ৩৯৫ টি

মন্দিরের সংখ্যাঃ      ১০৮ টি

র্গীজার সংখ্যাঃ           ৩ টি ।

বৌদ্দ বিহারের সংখ্যাঃ ৩ টি ।

 

শিল্প প্রতিষ্টান সংক্রান্তঃ

        শিল্প প্রতিষ্টানের সংখ্যাঃ ২ টি ।

শ্যামপুর সুগার মিল

অ্যাপেল সিরামিকস

 

সামাজিক সুরক্ষা সংক্রান্ত

        উপকার ভুগীর সংখ্যা

বয়স্ক ভাতা-৫৬৫৫ জন

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা-৬২১ জন

বিধবা ও পরিত্যাক্তা দুস্থ মহিলা ভাতা-২৫৬২ জন

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা-১২৭ জন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কমসূচী-৪৩ জন

ক্ষুদ্র ঋণ কাযক্রম-২৪৯ জন

ভিজিডি কাযক্রম-২৮০৫ জন

মাতৃত্বকাল ভাতা কাযক্রম-২৯০ জন

 

দর্শণীয় স্থান সমুহঃ

লালদীঘি ৯ গম্বুজ মসজিদ

গোপালপুর জমিদারবাড়ী

অবসর

নান্দিনার দীঘি

প্রধান সমস্যা সমুহঃ

বাল্য বিবাহ

মাদক দ্রব্যের ব্যবহার

শিক্ষার হার কম

দারিদ্রতা