Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
নান্দিনার বিল শ্যামপুর সুগার মিল যমুনেশ্বরী সেতু
Details

নান্দিনার বিল: নান্দিনার বিল বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুরে অবস্থিত। নান্দিনার দিঘি ও নান্দিনার বিল ‍ জলমহাল দুইটি পাশাপাশি অবস্থিত। উভয় জলমহাল দুইটিই সরকারের মালিকাধিন ১ নং খাস খতিয়ানভূক্ত। নান্দিনার দিঘির আয়তন ৫৩.৩০ একর এবং নান্দিনার বিলের আয়তন ৪০.৪১ একর।

 

শ্যামপুর সুগার মিল: 

বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে শ্যামপুর রেল স্টেশনের পাশে  প্রায় ৭৮ একর জমির উপর শ্যামপুর সুগার মিলস্ লি: অবস্থিত। বার্ষিক ১০১৬১ মে:টন চিনি উৎপাদন ক্ষমতা সম্পন্ন মিলস্ স্থাপনের  কাজ ১৯৬৪ সালে শুরু হয় এবং ১৯৬৮ সালে পরীক্ষামূলক চিনি উৎপাদন শুরু করে।  বর্তমানে আখ সমস্যা এবং অত্যন্ত পুরাতন যন্ত্রাংশ ও প্রযুক্তিরর কারণে মিলটির চিনি  প্রক্রিয়াজাত করণে দক্ষতা  হ্রাস পেয়েছে।

 

 

যমুনেশ্বরীসেতু: রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর মহাসড়কে বদরগঞ্জের মদুপুর ইউনিয়নের সেতুটি অবস্থিত। উক্ত স্থানে যমুনেশ্বরী নদীর উপর ২০১২ সালের পূর্বে একটি বেইলী ব্রীজ ছিল। ১৮ ফেব্রুয়ারী,২০১২  সেতুটি  সর্বসাধারনের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়।